বিটিসিএল এর নতুন স্যোসাল এপ "আলাপ" এর সব ধরণের টেস্টিং শেষ, এখন শুধুই উদ্ভোধনের অপেক্ষা। গ্রাহকগণ এটি গুগল প্লে স্টোর ও এপস স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন।
আজকে BTCL এর নিজস্ব আইপি কলিং এপ চালু করেছে প্রতিষ্ঠানটি । ব্রিলিয়ান্ট/আম্বার আইটির মত সব ধরনের ফিচার তারা যুক্ত করেছে এপটি । গ্রাহক নতুন রেজিস্ট্রেশন করলেই পাচ্ছে ১০ টাকা এবং রেফার লিংক থেকে করলে পাচ্ছে সাথে আরও ৫ টাকা ।
বরাবরের মতই এই এপে রয়েছে রেফার করার সিস্টেম । আপনি চাইলে রেফার করে প্রতি রেফারে ১০ টাকা করে আয় করতে পারবেন । তাদের লোকাল নাম্বারে কল রেট ৪০ পয়সা এবং ল্যান্ড ফোনে ২৫ পয়সা ।এছাড়াও আপনি এই নাম্বার থেকে এসএমএসও করতে পারবেন এবং প্রতি এসএমএস এ ৪০ পয়সা করে খরচ হবে । আপনি চাইলে বিকাশ/নগদ/রকেটের মাধ্যমে রিচার্জ করতে পারবেন ।